ballo-480x320-300x200

বিডি নীয়ালা নিউজ(২৭ই এপ্রিল১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): ”শিশুর প্রতি সহিংসতা” প্রতিরোধ কল্পে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে।

জেলা প্রশাসনের সহযোগীতায় এবং বেসরকারী সংস্থা ঠাকুরগাওর ফ্রীডের আয়োজনে আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে এই কনফারেন্স।

নীলফামারীর জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে ঢাকা থেকে  মুঠোফোনে কনফারেন্সের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এনডিসি নাছিমা বেগম।

কনফারেন্সে উপস্থিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  যুগ্মসচিব ড. মোঃ আমিনুল ইসলাম মুল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসাইন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব, চেম্বারের সভাপতি এস.এম শফিকুল আলম ডাবলু, সদর মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  নুরুন্নাহার শাহাজাদী, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববী, বাংলাদেশ মহিলা পরিষদের চেয়ারম্যান রাবেয়া আলিম,ফ্রীডের চেয়ারম্যান তাহমিদ আখতার মোল্লা, নির্বাহী পরিচালক মাসতুরা বেগম,কো-অডিনেটর এস,এ সেলিম প্রমুখ।

কনফারেন্সে উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, পৌর মেয়র, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রায় ১৫০ জন  উপস্থিত ছিলেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে