picsart_11-01-04-04-54

আসাদুজ্জামান সুজন,নীলফামারী প্রতিনিধিঃ আজ শুরু হয়ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এবার দিনাজপুর ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি ও জেডিসি পরীক্ষায় নীলফামারী জেলার ২৯টি কেন্দ্রে মোট ৩২,২৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। মঙ্গলবার সকাল ১০টায় নীলফামারীর স্কুলগুলোতে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা গ্রহন শুরু হয়।

পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। এসময় পরীক্ষার্থীদের নিয়ে এসেছেন তাদের অভিভাবকরা। তবে অভিভাবকদের তাদের সন্তানদের নিয়ে কিছুটা চিন্তিত এবং অনেক অভিভাবককে উৎফুল্ল দেখা গেছে। পরীক্ষা শুরু হওয়ার পর পরই নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন শহরের বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তারা কয়েকজন পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে