UP-Election20151013143601

বিডি নীয়ালা নিউজ(২২ই এপ্রিল১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি):  চতুর্থ ধাপে আগামী ৭ মে নীলফামারীর ১৯ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ডোমারে ১০টি ও কিশোরীগঞ্জ উপজেলাতে ৯টি। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার প্রতীক বরাদ্দের পরেই প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। এর আগে সোমবার(১৮ এপ্রিল)  ছিল ওই ১৯ ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী জানান, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডোমার উপজেলার ১০টি ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থী ও চারজন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখন ১০টি ইউনিয়নে ৫৮ জন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, ডোমার সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুম আহমেদ, সোনারায় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. ফরহাদ আজাদ, পাঙ্গামটুকপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী সিদ্দিকুর রহমান।

হরিণচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদের উম্মে সাফিহা এবং সাধারণ সদস্য পদে সোনারায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান, জোড়াবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সুজন ইসলাম ও পাঙ্গামটকপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শ্রী সুবাস বর্মণ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে