জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ অধিগ্রহণকৃত জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নীলফামারী সড়ক।
সোমবার সকাল দশটা থেকে এই কার্যক্রম শুরু করা হয়। এতে নেতৃত্ব দেন সড়ক বিভাগের আইন ও ভুমি কর্মকর্তা(উপ-সচিব) কামরুজ্জামান।
এ সময় নীলফামারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম, উপ বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।
সড়ক বিভাগ জানায়, সৈয়দপুর থেকে নীলফামারী এবং নীলফামারী থেকে ডোমার পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।
রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সাড়ে ১৫কিলোমিটারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে ভেকু মেশিন দিয়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মকর্তারা বলছেন, উচ্ছেদ পরিচালনার জন্য আগেই চিঠি দিয়ে অবগত করা হয়েছে সংশ্লিষ্ঠদের। এরমধ্যেও যারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেনি তাদের স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে।

সড়ক বিভাগ নীলফামারীর উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, সৈয়দপুর থেকে ডোমার পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও মজবুতিকরণ প্রকল্পের আওতায় জমি অধিগ্রহণ করা হয়েছে।

অধিগ্রহণকৃত জমিতে যারা অবৈধ স্থাপনা করেছেন সেসব উচ্ছেদ করা হয়েছে। আগামীকালও এই কার্যক্রম চলবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে