ডেস্ক রিপোর্টঃ সড়ক দুর্ঘটনায় নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপুরণ হিসেবে জরুরিভিত্তিতে ৫ লাখ টাকা করে দিতে জাবালে নুর পরিবহন মালিকের প্রতি হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

হাইকোর্ট গত ৩০ জুলাই এক আদেশে এক সপ্তাহের মধ্যে নিহতের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে পরিশোধ করতে দুর্ঘটনাকারী বাস জাবালে নুর পরিবহন মালিককে নির্দেশ দেন। এ আদেশ স্থগিত চেয়ে গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেছিলেন বাস মালিক। তারপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট পঙ্কজ কুমার কুন্ডু। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে আগামী ৪ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেন। ফলে আপাতত হাইকোর্টের আদেশ বলা রয়েছে। এ কারণে এখন দুই পরিবারের হাতে ৫ লাখ টাকা করে দিতে হবে বাস মালিককে।

সংঘটিত ওই হতাহতের ঘটনায় গতকাল বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়। গতকাল আদালতে রিট আবেদনকারী নিজেই শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল ফরিদা ইয়াসমিন।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে রেডিসন হোটেলের উল্টো পাশে বিমানবন্দর সড়কে জাবালে নুর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দিয়া আক্তার মিম ও আব্দুল করিম রাজু ওরফে সজীবের মৃত্যু হয়। এ ছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর যুক্ত করে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল। এ রিট আবেদনে হাইকোর্ট উল্লেখিত আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে বাস মালিক আবেদন করেছিল।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে