অান্তর্জাতিক রিপোর্ট : কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেল স্বাগতিক ইংল্যান্ড। ইংলিশদের ৩১০ রানের জবাবে ২২৩ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
কিউই দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করে আউট হন অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়া রস টেইলর করেন ৩৯ রান। ইংল্যান্ডের লিয়াম প্লাংকেট ৫৫ রানে ৪ উইকেট নেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে ৩ বল বাকী থাকতেই সবক’টি উইকেট হারিয়ে ৩১০ রান করে স্বাগতিক ইংল্যান্ড। দলের পক্ষে জো রুট ৬৫ বলে ৬৪, জশ বাটলার ৪৮ বলে অপরাজিত ৬১ ও এ্যালেক্স হেলস ৬২ বলে ৫৬ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে এডাম মিলনে ও কোরি এন্ডারসন ৩টি করে উইকেট নেন।
‘এ’ গ্রুপে দু’দলের এটি দ্বিতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ৩১০/১০, ৪৯.৩ ওভার (রুট ৬৪, বাটলার ৬১*, হেলস ৫৬, এন্ডারসন ৩/৫৫)।
নিউজিল্যান্ড : ২২৩/১০, ৪৪.৩ ওভার (উইলিয়ামসন ৮৭, টেইলর ৩৯, প্লাংকেট ৪/৫৫)।
ফল : ইংল্যান্ড ৮৭ রানে জয়ী।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে