ডেস্ক রিপোর্ট :  ভারতের বিতর্কিত ও ধর্মভিত্তিক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বলিউডের কেউ কেউ মুখ খুললেও বড় তারকারা এখনও নীরব। এ জন্য অবশ্য তারা ব্যাপক সমালোচিত হচ্ছেন।

বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনও আইনটি নিয়ে কোনো কথা বলছেন না। ইসলামবিদ্বেষী আইনটি বাতিলের দাবিতে ভারতবাসী রাজপথে আন্দোলন করলেও এখনও মুখে কুলুপ এঁটে বসে আছেন তিনি।

এরইমধ্যে অমিতাভ শুক্রবার রাতে টুইট করেন, ‘নতুন বছর আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তবে চিন্তা করবেন না, এ তো ১৯-২০ ব্যবধান।’

অমিতাভ বচ্চনের নববর্ষের শুভেচ্ছা-টুইটের জবাবে কটাক্ষ ছুড়ে দিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ।

সেই টুইটেরই পাল্টা অনুরাগ লেখেন, ‘এ বার আর ১৯-২০ ব্যবধান নয়। এ বারের ব্যবধান অনেক বেশি। আপনি বরং নিজের শরীরের খেয়াল রাখুন। সত্তরের দশকে যে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, আপনার ভেতরের সেই ‘বচ্চন’কেই আমরা নিজেদের মধ্যে বয়ে নিয়ে চলেছি। এ বার গব্বর, লায়ন বা শাকাল… আমরাই মোকাবিলা করব।’

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুরাগ দীর্ঘদিনই মোদি সরকারের বিভাজন নীতির বিরুদ্ধে সরব। সম্প্রতি তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ জারি হয়েছে।

সম্প্রতি বচ্চন টুইট করে বলেছিলেন, ‘কারও সমালোচনা করার আগে তার জুতোয় পা গলিয়ে মাইলখানেক হেঁটে দেখা উচিত। তার পর যখন সমালোচনা করবেন, তখন তাদের থেকে এগিয়ে থাকবেন…’ এই টুইটকেও সমালোচনা এড়ানোর পন্থা হিসেবেই দেখছেন অনেকে।

অন্যদিকে মুম্বাইয়ে এক অনুষ্ঠানে কটাক্ষের সুরে গুলজ়ার বলেন, ‘আপনাদের মিত্র সম্বোধন করতে গিয়েও থেমে গেলাম।’ দিল্লিবাসী এক বন্ধুকে দেখে তার মন্তব্য, ‘দিল্লিবাসীদের আজকাল ভয় পাচ্ছি। কী জানি কখন কি আইন নিয়ে আসেন?’

J/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে