নরসিংদী থেকেঃ আজ রবিবার নরসিংদীতে অনেকটাই শান্ত পরিস্থিতিতে রয়েছে। গত কয়েকদিন শিক্ষার্থীদের আন্দোলনের পর এখন গুরুত্বপূর্ণস্থান গুলোতে পুলিশের আবস্থান রয়েছে। শিক্ষার্থীরা আন্দোলনে জড়ো হওয়ার চেষ্ট করলেও পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে।
নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানায়, নরসিংদীসহ সারাদেশে ট্রাফিক সপ্তাহ শুরু হয়েছে।

আগামী ১১ আগস্ট পর্যন্ত যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্সসহ নানা কাগজপত্র ও এসবের মেয়াদ যাচাই-বাছাইয়ের বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ। যানবাহনের বৈধতা, মেয়াদ, ফিটনেস, চালকের লাইসেন্স যাচাই-বাছাই করবেন বলে জানিয়েছেন।

নরসিংদী ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ের যেসব জায়গায় একদিন ছাত্ররা অবস্থান নিয়েছিল, সেই জায়গাগুলোয় এখন পুলিশ অবস্থান করছে। সেখানে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের লাইসেন্স ও বৈধ কাগজপত্র আছে কি না, তা পরীক্ষা করছে ট্রাফিক পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে