নিষিদ্ধ জঙ্গী সংগঠন নব্য জেএমবি’র আধ্যাত্মিক নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে

ডেস্ক রিপোর্টঃ পুলিশ কর্মকর্তারা বলেছেন, মাওলানা আবুল কাশেম এক সময় জেএমবি’র একটি অংশের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কর্মকর্তারা উল্লেখ করেছেন, জেএমবি’র আমির সাইদুর রহমান গ্রেফতার হওয়ার পর থেকে আবুল কাশেম সংগঠনটির ‘আধ্যাত্মিক নেতা’ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেছেন, আবুল কাশেমের লেখা বই নব্য জেএমবির কর্মিদের জন্য আদর্শিক বই হিসেবে ব্যবহার করা হয়।

বিভিন্ন সময় আটক জঙ্গীদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আবুল কাশেম সম্পর্কে পুলিশ ধারণা পেয়েছে বলে মি: ইসলাম উল্লেখ করেছেন।

গ্রেফতারের পর তাঁকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হবে বলেও পুলিশ বলছে।

বি/বি/সি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে