ডেস্ক রিপোর্টঃদেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলছে। বাড়ছে হত্যাকাণ্ডও। ধর্ষণ সচেতনতার লক্ষ্যে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এমন যদি হতো’। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মুরসালিন শুভ। এতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও সুমাইয়া হিমি।

মুরসালিন শুভ বলেন, ‘যখন আমি গল্পটি পড়ি, তখন আমার মনে হয়েছে সত্যি যদি এমন হতো! সেই মনে হওয়া থেকে কাজটি করা। শুরুতেই কাজটি নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম। ভাবতে ভালো লাগছে, সবাই মিলে আমরা দারুণ একটি কাজ করেছি। এরই মধ্যে মানুষ চলচ্চিত্রটি ইতিবাচকভাবে গ্রহণ করেছে। সবাই এর প্রশংসা করছে।’

২০ মিনিট দৈর্ঘ্যের ‘এমন যদি হতো’ চলচ্চিত্রটি গত ১২ জুলাই জাগো বিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ভিডিওটি এরই মধ্যে দেখেছেন দেড় লাখেরও বেশি দর্শক। সোহাইল রহমানের গল্পে এতে আরও অভিনয় করেছেন শেখ মাহাবুব, নওশীন ইসলাম দিশাসহ অনেকে।

পিবিএ /ইকে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে