ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের মাঝ পথে বড় ধাক্কা খেলো ঢাকা প্লাটুন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন ঢাকার পাকিস্তানী খেলোয়াড় অহিদ আফ্রিদি। ডান হাাঁটুর ইনজুরির কারণে আসরের মাঝ পথে দেশে ফিরে গেছেন এ অলরাউন্ডার।
ঢাকার এক কর্মকর্তা জানান ইনজুরিতে পড়ে আফ্রিদি দেশে ফিরে গেছেন এবং পুরোপুরি সুস্থ হয়ে উফলে তিনি আগামী ৬ জানুয়ারী পুনরায় দলের সঙ্গে যোগ দিতে পারেন। অর্থাৎ ঢাকার হয়ে টুর্নামেন্টের সিলেট পর্ব মিস করতে যাচ্ছেন তিনি।
ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘আফ্রিদির ডান-হাঁটুতে ইনজুরি রয়েছে এবং পুরো বিশ্রামের জন্য দেশে ফিরে গেছেন। পুরোপুরি সুস্থ হয়ে উঠলে ৬ জানুয়ারি দলের সাথে যোগ দিবেন আফ্রিদি।’
চলমান বিপিএলে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি আফ্রিদি। পাঁচ ইনিংসে ব্যাট হাতে ৩৯ রান করেন তিনি। বল হাতে ২ উইকেট শিকার করেন আফ্রিদি।

B/S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে