আন্তর্জাতিক রিপোর্টঃ শুক্রবার গায়ানায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে চার উইকেটের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে অ্যাশলি নার্স, জেসন মোহাম্মদরা ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে গিয়েছেন নিজেদের ক্রিকেট ইতিহাসের এক অনন্য পাতায়। ওয়ানডেতে প্রথমবারের মত তিনশ রান তাড়া করে জিতেছে ক্যারিবিয়ানরা।

টস হেরে আগে ব্যাট করতে নামা পাকিস্তান তুলেছিল প্রভিডেন্স স্টেডিয়ামের সর্বোচ্চ ৩০৮ রান। কিন্তু সেই রেকর্ড ভেঙ্গে জেসন মোহাম্মদ ও অ্যাশলি নার্সের ব্যাটিং তান্ডবে ছয় বল হাতে রেখে চার উইকেটের জয় পেয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো তিনশ রানের বেশি তাড়া করতে নেমে জয়ের মুখ দেখেছে ক্যারিবিয়ানরা

এর আগে ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার ২৯৭ রানের জবাবে তিন উইকেট হারিয়ে ৩০০ রান করেছিল ক্যারিবিয়ানরা। এই সুযোগ আরো অনেকবার এসেছিলো ওয়েস্ট ইন্ডিজের সামনে। ২০১৬ সালে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ৩৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২৯ অবধি যেতে পেরেছিল জেসন হোল্ডাররা। ১ রানের ব্যবধানে হেরে পাওয়া হয়নি জয়ের স্বাদ। এছাড়াও ভারতের বিপক্ষে ২০০৭ সালে ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ ৩২৪ করে ম্যাচ হেরেছিল ১৪ রানে।  

জেসন মোহাম্মদের ৯১ রানের বিধ্বংসী ইনিংসে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের পথ অনেকটাই এগিয়ে গিয়েছিলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শেষের দিকে অ্যাশলি নার্সের ১৫ বলে খেলা ৩৫ রানের ঝড়ো ইনিংসে রেকর্ড করা জয়ের দেখা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আগামী ৯ ও ১১ এপ্রিল সিরিজের বাকি দুটি ওয়ানডে ম্যাচে একই ভেন্যুতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। 

পি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে