আন্তর্জাতিক ডেস্কঃ দুর্ঘটনায় পতিত হয়ে যাত্রীবাহী বাস হাইওয়ে থেকে ছিটকে পরে নদীতে নিমজ্জিত হলে বাসের ১৪ যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছে।
আজ মধ্য নেপালের ডাডিং জেলায় এই দুর্ঘটনাটি ঘটে বলে কর্মকর্তাগণ জানান।
খবর সিনহুয়া’র।
দুর্ঘটনাস্থলে উপস্থিত ডাডং জেলা প্রশাসনের কর্মকর্তা রাম মনি মিশ্র বার্তা সংস্থাকে বলেন, “ নিহত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ১৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।”
মিশ্র বলেন, বাসটি প্রায় ৪০ জনের মতো যাত্রী বহন করছিলো বলে ধারনা করা হচ্ছে। তবে সঠিক যাত্রীর সংখ্যা নিশ্চিত করা যায়নি।
তিনি বলেন, পুলিশ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।
নদী থেকে এখনো নিমজ্জিত বাসটি উদ্ধার করা সম্ভব হয় নি।
বাসটি পূর্ব নেপালের রাজবিরাজ এলাকা থেকে রাজধানী কাঠমুন্ডু যাওয়ার পথে স্থানীয় সময় ভোর ৫টায় হাইওয়ে থেকে নদীতে ছিটকে পড়ে।
কি কারণে বাসটি দুর্ঘটনায় পতিত হলো তা কর্তৃপক্ষ সঠিকভাবে জানাতে পারছে না।

B/S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে