ইদানিং মোটরসাইকেলের জন্য দুর্ঘটনা বেশি ঘটছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশের দুর্ঘটনার ক্ষেত্রে একটা জিনিস উপেক্ষা করতে পারি না, এখানে যেভাবে তিন চাকার গাড়িগুলো চলছে। ইজিবাইকসহ কিছু গাড়িতে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে। ইদানিং মোটরসাইকেল দুর্ঘটনার জন্য বেশি দায়ী। সড়ক বিভাগে মিটিং করতে গিয়ে এ বিষয়টা অনুধাবন করেছি। মোটরসাইকেল ও ইজিবাইকের বিষয়ে একটা নীতিমালা করার জন্য সচিবকে নির্দেশ দিয়েছি। আগের টার্মে কিছু কাজ করা ছিলো। যত দ্রুত সম্ভব এ কাজ সম্পন্ন করতে আমি নির্দেশ দিয়েছি। আশা করি এ ব্যাপারে একটা সুরাহা করতে পারব।’

তিনি বলেন, ‘বাসে বাসে সংঘর্ষ একটি বিষয়, কিন্তু ইজিবাইকের সঙ্গে বাসের সংঘর্ষ হলে ইজিবাইক পিষ্ট হলে দশ জন যাত্রী থাকলে দশজনই মারা যায়। তাই দুর্ঘটনার হার কম হলেও মৃত্যুর হারটা এ কারণে বেশি। মটরসাইকেলগুলো যেভাবে রাস্তায় চলাচল করে তার উপর কারও হাত নেই। ঢাকার শহরে কিছু শৃঙ্খলা আমরা ফিরিয়ে এনেছি। যেমন চালক ও আরোহীর মাথায় হেলমেট থাকবে। ঢাকায় ৯৫ ভাগ সফলতা আমরা পাচ্ছি। নীতিমালা করে সেটি কার্যকর করতে পারলে ভালো হবে। বিশ্বব্যাংক রোড সেফটির জন্য একটা প্রকল্প বাস্তবায়ন করছে। অপেক্ষা করুন, রাতারাতি সব হয় না। আমাদের চেষ্টার কোন কমতি বা ঘাটতি নেই। পদ্মা সেতুতে এখন পর্যন্ত ১ হাজার ২৫২ কোটি টাকার টোল আদায় হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।’

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘২০২৩ সালে সারাদেশে ৫ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ২৪ জন। কিন্তু বাইরে বসে বসে অনেকে তালিকা দিচ্ছে। তাদের যারা সহযোগী তারা নিবন্ধিত না, কিন্তু মিডিয়াকে দেখি তাদের নিয়ে এতো বেশি ফুলিয়ে ফাপিয়ে দেখায়। মোজাম্মেল নামে একজন আছেন, তার কোন রেজিষ্ট্রেশন নাই। সে দুর্ঘটনার সংখ্যা ইচ্ছা মতো দেয়। ঈদের সময় হিসাব অনুযায়ী যে দুর্ঘটনা সে সেটিকে তিনগুন বাড়িয়ে প্রচার করল। লোকটার কোন বৈধ অধিকার নেই এ কাজ করার। বিশেষ বিশেষ মিডিয়া এটিকে গুরুত্ব দিয়ে প্রচার করছে বলেও জানান তিনি।

Jag/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে