মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : ঢাকা অ্যাটাকের নেয়ামত আসছে এবার অপারেশন সুন্দরবনে টাই হারুন হয়ে।  দীর্ঘ ২৫ বছর মঞ্চে অভিনয় করে মেধাবী এই মানুষটিকে প্রথমবার বড়
পর্দায় দেখা যায় ঢাকা অ্যাটাক সিনেমায়। সিনেমার টেনশনভরা
মুহুর্তগুলোতে চাপ কমানোর কাজ করেছিল নেয়ামত সাহেবের হিউমার। শুধু হিউমার না, এক্কেবারে ডাবল হিউমার। তার সংলাপে ডাবল ডাবল শব্দটি ভিষন জনপ্রিয় হয়। ঢাকা অ্যাটাক সিনেমায় তার অভিনয়ের জাত চিনিয়েছেন তিনি।

কিছু বিরতির পরে আটঘাট বেধে আবার বড় পর্দায় আসছেন দিপু ইমাম।
কাজ করছেন মিশন এক্সট্রিম, অপারেশান সুন্দরবন, ঢাকা ২০৪০, গিরগিটি
এবং আরেকটার নাম পরিচালকের কথামত চেপে গেলেন। কারন পরিচালক নাম ঘোষণা দেয়ার আগে কোন কিছু বলতে মানা। তবে মিশন এক্সট্রিমে ছোট্ট
এবং খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ইতিমধ্যে অভিনয় করেছেন। আরিফিন
শুভর সাথে দিপু ইমামের বেষ্ট রসায়ন যেমন ঢাকা অ্যাটাকে দর্শকরা দেখেছে,

তেমনি মিশন এক্সট্রিমেও চরম উপভোগ করবে দর্শকরা। পরিচালক সানি
সানোয়ারের কঠিন বিধি নিষেধ থাকায় মিশন এক্সট্রিমের আর কিছু
প্রকাশ করলেননা এই অভিনেতা। তবে অপারেশন সুন্দরবনে এক বিশাল চমক নিয়ে টাই হারুন হয়ে একটা চ্যালেন্জিং  চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। প্রায় এক মাস ধরে পরিচালক দীপনের দিক নির্দেশনায় চরিত্রের ভাষা, বডি ল্যাংগুয়েজসহ খুটিনাটি বিষয়গুলো প্রাকট্রিস করছে টাই হারুনখ্যাত দিপু ইমাম।

 টাই হারুন সম্পর্কে দিপু ইমামকে জিজ্ঞাসা  করলে বলেন টাই হারুন আমার স্বপ্নের চরিত্র। এর বাইরে এখন আর কিছুই বলা যাবেনা। বাকিটা দর্শকের জন্য সারপ্রাইজ থাক। আর টাই হারুন সম্পর্কে পরিচালক দীপন বলেন দিপু
ভাইয়ের সাথে আমার পরিচয় প্রায় ২০ বছরের পুরনো। তাকে ছাড়া আমার
পরিচালনার সিনেমা অসম্পূর্ন থেকে যায়। সত্যি কথা বলতে শুধু সম্পর্কের
জোরে নয় নিজ যোগ্যতার বলেই দিপু ভাই বার বার আমার কাস্টিং এ চলে
আসে। আর তার ভালোবাসা পাবার লোভতো আমার সব সময়ের। আর টাই
হারুন চরিত্রের নামকরনের কারনটা জানার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে

সিনেমা রিলিজ পর্যন্ত। শুধু বলে রাখি টাই হারুন এবার জ্বালাবে  ফারিয়া,
সিয়াম আর তাসকিনকে আর হাসাবে দর্শককে। অপারেশন সুন্দরবনে প্রধান
চরিত্রে আরও আছে রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, রোশান, তাসকিন,
মনোজ প্রামানিক, সামিনা ও এহসানসহ আরও অনেকে। দীপংকর দীপন
পারচালিত অপারেশন সুন্দরবনের প্রথম লটের শুটিং শুরু হবে ডিসেম্বরের ১৭ তারিখ থেকে।


একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে