নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ, (নীলফামারী)॥ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি ব্রীজের দুই পাশে রাস্তার ভাঙ্গনের কারনে দুই ইউনিয়নের মানুষের চলাচলের চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছে। ইউনিয়ন দু’টি হলো মাগুড়া ও গাড়াগ্রাম ইউনিয়ন।

জানাগেছে দুই ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ব্রীজটি অবস্থিত। প্রতিদিন উক্ত ব্রীজের উপর দিয়ে রাস্তা হয়ে মাগুড়া ও গাড়াগ্রাম ইউনিয়নের ৫শতাধিক মানুষ ও ছোটখাট যানবহন চলাচল করে। কিন্ত এবারের বন্যার কারনে ব্রীজের দুই মোকাসহ প্রায় ৫০ফিট হেরিংবন্ড রাস্তা ধসে গেছে। যার ফলে বাস ট্রাকসহ অন্যান্য যানবহন তো চলা দুরের কথা সাধারন মানুষ কিংবা মটরসাইকেল, বাইসাইকেল, গরুরগাড়ীর মতো ছোটখাট গাড়ী গুলো চলাচল করতে পারছে না।

ব্রীজ সংযোগ হিরিংবন্ড রাস্তাটি খুব দ্রুত গতিতে সংস্কার না করলে যেকোন মূর্হুতে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এমনকী পববর্তী বন্যার কবলে পরলে ব্রীজসহ ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দুই ইউনিয়নের মানুষ মনে করেন।

এ ব্যাপারে মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাবের সাথে মুঠো-ফোনে কথা হলে তিন বলেন ওই রাস্তাটির প্রজেক্ট (পিআইও) অফিসে দেওয়া আছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে