আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লির কেরল বাগের হোটেল আর্পিত প্যালেসে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে নয় জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন জন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে হোটেলটিতে এ অগ্নিকাণ্ড ঘটে।  অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এঘটনায় এখনও বেশ কয়েকজন হোটেলের ভেতরে আটকে রয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনটি থেকে ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আহতদের নিকটস্থ রাম মনোহর লোহিয়া হাসপাতালে নেওয়া হয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে দম বন্ধ হয়ে।

হোটেলটিতে কীভাবে আগুন লাগল, আগুন কীভাবে এতো দ্রুত ছড়িয়ে পড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে। ভবনটিতে অগ্নিনির্বাপন ব্যবস্থা আদৌ সঠিক ভাবে ছিল কীনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের-উপ প্রধান সুনীল চৌধুরী।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে