_turkey_istanbul_t

বিডি নীয়ালা নিউজ(৭ই জুন ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ   তুরস্কের ইস্তাম্বুল শহরে পুলিশের একটি বাসকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত ১১জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরো ৩৬ জন।

ইস্তাম্বুল শহরের গভর্নর এই খবর নিশ্চিত করেছেন।

মঙ্গলবার সকালের শহরের মাঝখানে খুব ব্যস্ত সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

গভর্নর ভাসিপ সাহিন বলেছেন, নিহতদের মধ্যে সাতজন পুলিশ কর্মকর্তা। বাকি চারজন বেসামরিক নাগরিক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিমোট কন্ট্রোলের সাহায্যে এই হামলাটি চালানো হয়ে থাকতে পারে।

এখনও পর্যন্ত কোনো গ্রুপ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

হামলার লক্ষ্য ছিলো পুলিশের এই বাসটি
হামলার লক্ষ্য ছিলো পুলিশের এই বাসটি

কিন্তু ইস্তাম্বুল থেকে বিবিসির সংবাদদাতা বলছেন, এই হামলার জন্যে তাৎক্ষণিকভাবে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ পিকেকে-কে দায়ী করা হবে।

গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে কুর্দি জঙ্গিরা রাজধানী আঙ্কারায় গাড়িবোমা হামলা চালায় যাতে ৩০ জনেরও বেশি নিহত হয়।

কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে তুর্কী সরকারি বাহিনীর অভিযান ও প্রতিবেশী সিরিয়ায় যুদ্ধের মধ্যে সম্প্রতি দেশটিতে এধরনের হামলার ঘটনা বেড়ে গেছে।

bbc

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে