জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ উজানের ঢল ও ভারী বর্ষণে নীলফামারী ডিমলা অংশে তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপর দিয়ে বইছে। পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাট (স্লুইসগেট) খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শুক্রবার বেলা ৩টায় ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে সকাল ৯টায় পানি বিপৎসীমা বরাবর এবং ১২টায় ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এদিকে তিস্তার পানি বৃদ্ধির ফলে তিস্তা অববাহিকার কয়েকটি চরের বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছেন। টেপাখড়িবাড়ি, পূর্বছাতনাই, খালিশাচাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ি, খগাখড়িবাড়ি ইউনিয়নের নিম্নাঞ্চলের ১০ গ্রামে পানি প্রবেশ করেছে।

খালিশা চাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুজ্জামান সরকার বলেন, পানি বাড়ার সঙ্গে আমার ইউনিয়নের বাইশপুকুর ও ভেন্ডাবাড়ি গ্রামে পানি প্রবেশ করতে শুরু করে। এলাকাবাসী ধারণা করছে, পানিতে যেকোনো সময় বসতবাড়ি তলিয়ে যেতে পারে।

ডালিয়া পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, শুক্রবার উজানের ঢলে তিস্তা নদীতে পানি বিপৎসীমা অতিক্রম করে। সকাল ৯টায় তিস্তা ব্যরাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমা বরাবর প্রবাহিত হয়। এরপর পানি বেড়ে দুপুর ১২টায় বিপৎসীমার তিন সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়। সকাল ৬টায় ওই পয়েন্টে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচে ছিল।

ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে তিস্তা অববাহিকার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। পানি আরও বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে