ডেস্ক রিপোর্টঃ আষাঢ়ে নেই মেঘের ঘনঘটা। অঝোর ধারার বৃষ্টিও লুকিয়েছে। কখনো কখনো উঁকি দিলেও তাতে মেলে না প্রশান্তি। রোদের দাপটে যেন অসহায় বৃষ্টি। ফলে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।আবহাওয়া নিয়ে আপডেট দেওয়া একুওয়েদারের ওয়েবসাইটে জানানো হয়, বুধবার ঢাকা, খুলনা, চট্টগ্রামে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজকে দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পরে। এরপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে সামনের কয়েকদিন তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। ৩০ জুন বা ১ জুলাইয়ের দিকে বৃষ্টির দেখা মিলতে পারে সারাদেশে।

পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, দিনাজপুর অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, এখন বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে যে ভ্যাপসা গরম চলছে, তা আরও তিন চার দিন থাকবে। উত্তরাঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সিলেট-ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি হবে।

এবারের বর্ষায় গরমের এমন তেজ সাম্প্রতিক বছরগুলোর তুলনায় একটু বেশি। বর্ষার বিলম্বিত আগমনের কারণেই আষাঢ়েও আবহাওয়া কিছুটা চড়া বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

পিবিএ/বাখ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে