ডেস্ক রিপোর্টঃ  ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কোর মধ্যে শিক্ষা গবেষণা প্রকল্পের সম্ভাবতা নিয়ে আলোচনা হয়েছে।আজ ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান এবং আবাসিক প্রতিনিধি বিট্রিচ কালদুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎকালে এই বিষয়ে আলোচনা করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী এবং ইউনেস্কো ঢাকা অফিসের প্রোগ্রাম অফিসার কিজি তাহনিন উপস্থিত ছিলেন।এছাড়া, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা, সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইউনেস্কো চেয়ার’ প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করা হয়। শিগগিরই এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছান।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে