ডেস্ক স্পোর্টসঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে বৈশাখী টেলিভিশনের সাইফুল ইসলাম সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিনিয়র রিপোর্টার শুক্কুর আলী শুভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে সাইফুল ইসলাম ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএন বাংলার আবু দারদা যুবায়ের পেয়েছেন ৩৪৩ ভোট।
বাসসের শুক্কুর আলী শুভ ৫০২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাসসের মুরসালিন নোমানী পেয়েছেন ২৭৯ ভোট।
সহ-সভাপতি পদে বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার সফিউল আলম গ্যালমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মাইনউদ্দিন ৫৪২ ভোট পেয়ে যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নূরুল ইসলাম হাসিব ৪৬১ ভোট, দপ্তর সম্পাদক পদে জিহাদ হোসেন চৌধুরী ৫৮৮ ভোট, ক্রীড়া সম্পাদক পদে আরাফাত দারিয়া ৭৬৮ ভোট, আপ্যায়ন সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন ৬৮২ ভোট, কল্যাণ সম্পাদক পদে কাউসার আজম ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া মানিক মুনতাসির অর্থ-সম্পাদক, আমিনুল হক ভুঁইয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক, মিজান চৌধুরী সাংস্কৃতিক সম্পাদক, নারী কল্যাণ সম্পাদক পদে ঝর্ণা মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাহী সদস্য পদে আব্দুল্লাহ আল কাফি, মাহমুদা ডলি, জান্নাতুল ফেরদৌস পান্না, মোহাম্মদ জাফর ইকবাল, আব্দুল্লা তুহিন, কামাল মোশাররফ এবং এস এম এ কামাল নির্বাচিত হন।
মোট ১ হাজার ৫২১ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৬০জন ভোটার আজ সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট প্রদান করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে