গোলাপগঞ্জ প্রতিনিধি ঃ গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণবাজারস্থ জনতা ব্যাংকের উদ্যোগে ২% উৎসাহ বোনাস প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের সিলেটের উপ-মহাব্যবস্থাপক আব্দুল ওয়াদুদু বলেছেন প্রবাসীদের মধ্যে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে সরকার বোনাস সিস্টেম চালু করেছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ অবৈধ পথে প্রেরণ করলে দেশ ও জাতি উপকৃত হওয়ার কোন সুযোগ থাকে না। অবৈধ ভাবে প্রেরিত টাকা অনেক সময় দুষ্কৃতিকারীরা তাদের প্রয়োজনে কাজে লাগাতে পারে। অবৈধ পথে টাকা আসা বন্ধ করতে সরকার উৎসাহ বোনাস প্রদানের উদ্যোগ নিয়েছে। তিনি আরো বলেন জনতা ব্যাংক সাধারণ মানুষের প্রতিষ্ঠান, শুরু থেকে এপর্যন্ত ব্যাংকটি কাঙ্খিত মানের সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

গতকাল  মঙ্গলবার বেলা ১২টায় ঢাকাদক্ষিণ বাজারস্থ জনতা ব্যাংকের উদ্যোগে বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্সের অনুকূলে ২% উৎসাহ বোনাস প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফেরদৌস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি সাংবাদিক  আব্দুল আহাদ, সোনালী ব্যাংক ঢাকাদক্ষিণ শাখার ব্যবস্থাপক ফারুক আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব  সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, ইউপি সদস্য তারেক আহমদ, সাংবাদিক কামিল আহমদ তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন গ্রাহককে দু’লক্ষ টাকা উৎসাহ বোনাস প্রদান করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে