01346346346-775x445

নীলফামারী থেকেঃ ডোমার অফিস- নীলফামারী জেলার ডোমারে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

দিবসটি পালনে শুক্রবার ডোমার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানব বন্ধন, উঠান বৈঠক, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা। এতে বক্তব্য রাখেন-নারী নেত্রী প্রভাষক ডেইজি নাজনীন মাশরাফি নীনা, মহিলালীগ সভানেত্রী সৈয়দা মোর্শেদা পারভীন, জাতীয় মহিলা পার্টির সভানেত্রী তৌহিদা জ্যোতি, সমাজকর্মী আসমা সিদ্দিকা বেবী ও রেহেনা বেগম।

বেগম রোকেয়া দিবসে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ জয়িতাকে সম্মাননা সনদ ও ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়। ডোমার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ পুরস্কার প্রদান করা হয়। শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন।

পুরস্কার গ্রহিতারা হলেন-“অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী”ডোমার সদর ইউনিয়নের চিকনমাটী গ্রামের নজির হোসেনের স্ত্রী ফাতেমা বেগম.“শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী” পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পূর্ব মটুকপুর গ্রামের আতাউর রহমানের মেয়ে সোনামনি বেগম, “সফল জননী নারী” হিসেবে বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী ইউনিয়নের মৃত সামছুল হকের স্ত্রী সেরিনা বেগম, “নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্দোগে জীবন শুরু করেছেন যে নারী” জোড়াবাড়ী ইউনিয়নের হলহলিয়া কুড়ার স্কুল গ্রামের আমিনা খাতুন এবং “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায়” বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা গ্রামের মতিরাম রায়ের স্ত্রী শেফালী রানী রায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে