কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় হরিনচড়া ইউনিয়ন শালমারা গ্রামের ইউপি সদস্যেরে ৩ টি গরুচুরির খবর পাওয়া গেছে। ৭ অক্টোবর হরিনচড়া ইউনিয়নের শালমারা গ্রামের মধ্যপাড়া এলাকায় গরু চুরির ঘটনাটি ঘটে।

বাড়ির লোকজন জানান গোয়াল ঘরের দরজার তালা খুলে শুক্রবার দিবাগত রাত প্রায় আনুমানিক ৩টায় একটি পিকাপ ভ্যানে করে তিনটি গরু নিয়ে যায় চোরের দল ।বাড়ির শোয়ার ঘরের দরজা গুলো বেধে ও সিটকিনি আটকে দেয় চোরেরা।দুটি গরু সাত মাসের গাভীন (ফ্রিজিয়ান গাভী) অপরটি অস্ট্রেলিয়ান ।যার আনুমানিক মুল্য আড়াই লক্ষ্ টাকা। চুরি যাওয়া গরুগুলো সংশ্লিষ্ট ওর্য়াড মেম্বার বনমালী চন্দ্র রায়ের বলে জানা যায়। মেম্বারের পিতা নরেশ চন্দ্র জানান আমি চোরকে দেখেও রাতের কারনে চিনতে পারিনি।এমন চুরির ঘটনায় এলাকা বাসীর মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানার কথা হলে গরু চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে