আশাদুজ্জামান পাভেল, ডিমলা থেকেঃ “ঘরে ঘরে সকলের মধ্যে জাগ্রত করতে হবে ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা” এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারী জেলাধীন ডিমলা উপজেলায় ১১ ডিসেম্বর ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ কার্যালয় মাঠ প্রাঙ্গনে নীলফামারী জেলার সভাপতির উদ্যোগে ৭১ এর সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদ ডিমলা শাখার আয়োজনে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী আশুতোষ কুমার দত্ত মল্লিক (শিবু বাবু), আহ্বায়ক, ৭১ এর সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদ, ডিমলা উপজেলা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সাংসদ, নীলফামারী-১, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ডিমলা, মোঃ সফিয়ার রহমান, সভাপতি, ৭১ এর সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদ, নীলফামারী জেলা শাখা।

এই আনুষ্ঠানিক কার্যক্রমের মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি এবং ৫৬০ জন ৭১ এর সহযোগি মুক্তিযোদ্ধা পরিচিতি লাভ করেন।

জেলা সভাপতি সফিয়ার রহমান তার বক্তব্যে বলেন ৭১ এর সহযোগি মুক্তিযোদ্ধা পরিষদের মূল লক্ষ্য হচ্ছে ৭১ এর চেতনাকে জাগ্রত করা। দলটিতে যারা সদস্য হয়েছেন বা হবেন তাদের মূল কাজ হলো স্বাধীনতার পক্ষে কথা বলা এবং পক্ষের শক্তিকে একত্রিত করে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে