মোঃ আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় ইমাম, কাজী, পুরোহিত ও ঘটকদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সংবেদনশীল বৃদ্ধি বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুন বৃহস্পতিবার উপজেলা আরডিআরএস-এর প্রশিক্ষণ হলরুমে এন্ডিং চাইল্ড ম্যারেজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট প্রকল্পের আরডিআরএস-বাংলাদেশের আয়োজনে ও ইউনিসেফ’র সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এন্ডিং চাইল্ড ম্যারেজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট প্রকল্পের ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর ববিতা আক্তারের সঞ্চালনায় ও ডিমলা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আব্দুল খালেক ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উক্ত সংস্থার উপজেলা সমন্বয়কারী এস,এম আমির হোসাইন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিমলা থানার (ওসি) তদন্ত সোহেল রানা, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর রেজা প্রমুখ। এসময় সংস্থার নাউতারা ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর সুলতানাসহ উপজেলার ১০ ইউনিয়নের ৩২ জন ইমাম, কাজী, পুরোহিত, ঘটক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বাল্যবিবাহের কুফল বিস্তারিত তুলে ধরেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে