আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : বাংলাদেশ সরকারের রাজস্ব আয় বাড়ার ধারাবাহিকতায় ২৫ একর খাস জমি ৪ জুলাই-১৯ হতে ১ বছরের জন্য বালুমহাল দখল হস্তান্তর করা হয় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জাহাঙ্গীর আলমকে । গত সোমবার দুপুর ২ টায় নীলফামারী ডিমলা উপজেলার ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নের বাঘের চর নামক এলাকায় এ বালুমহালের জমি হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার মুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন মেজবাহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক, উপজেলা ছাত্রলীগ আহবায়ক আবু সায়েম সরকার, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহায়ক বিভা রায়, সার্ভেয়ার রাব্বুল আল-আমিন, আজহারুল ইসলাম রাজা প্রমুখ উপস্তিত থেকে ইজারাদের নিকট দখল হস্তান্তর করেন। অপরদিকে একই উপজেলা ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নে বাংলাদেশ সরকার এর দূর্যোগ ও ত্রাণ মন্ত্রাণালয়ের সহায়তায় একই দিনে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সাম্প্রতি ঝড়ে ক্ষতিগ্রস্থ ১’শ ৫৯ জন পরিবারের মাঝে উপরোক্ত ব্যক্তিবর্গের উপস্থিতিতে ৩০ কেজি করে চাল বিতরন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে