ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ ডিমলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০-মার্চ) সকাল ১১টায় ডিমলা উপজেলা একতা প্রতিবন্ধী কল্যান সংস্থার আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিরা তাঁদের দশ দফা দাবী আদায়ের লক্ষে উপজেলা স্মৃতি অম্লান চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত স্বারক লিপি প্রদান করেন।

উপজেলা একতা প্রতিবন্ধী কল্যান সংস্থার সভাপতি বাবু নিরেঞ্জন দে এর সভাপতিত্বে মানববন্ধনে দশ দফা দাবী তুলে ধরে বক্তব্য রাখেন, সংস্থাটির সাধারণ সম্পাদক মাহিন ইসলাম। বক্তা তার বক্তব্যে বলেন, সরকার নির্ধারীত ১০% কোটায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধার মধ্যে পশু-পালন, মৎস্য চাষ ফসল উৎপাদনে ঋণ সহায়তা, প্রতি উপজেলায় দুইটি করে প্রতিবন্ধী স্কুলের অনুমোদন দেওয়া

চাকরীজীবিদের ন্যায় প্রতিবন্ধীদের উৎসব ভাতা প্রদান, শিক্ষা, চিকিৎসা সেবা গ্রহণে ঋণ সহায়তা প্রদান, বৈষম্যহীন একিভূত সমাজ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবসা-বাণিজ্য করার জন্য সুদ বিহীন দুইলক্ষ টাকা ঋণ প্রদান করা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তদন্ত পূর্বক গৃহ নির্মাণে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সারা বৎসর রেশনিং ব্যবস্থা চালু করতে হবে বলে দাবী করেন। সেই সাথে প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রনালয় গঠন করার দাবী করেন। উক্ত মানববন্ধনে উপজেলার প্রায় পাঁচ হাজার প্রতিবন্ধী নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে