আসাদুজ্জামান পাভেল, ডিমলা থেকেঃ ডিমলা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ শনিবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রাথমিক গণশিক্ষা বিষয়ক মন্ত্রী মোস্তাফিজার রহমান-ফিজার এর উপস্থিতিতে ১৭ কোটি টাকা ব্যায়ে ডিমলা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের নির্মান কাজের ভিক্তিপ্রস্তর উদ্বোধন, ১৭ কোটি টাকা ব্যায়ে ডিমলা জলঢাকা মহা-সড়ক সংস্কারের ভিক্তিপ্রস্থর উদ্বোধন, ও ৬২ লক্ষ টাকা ব্যায়ে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের নবনির্মিত হলভবনের শুভ উদ্ধোধন করা হয়েছে।

এ উপলক্ষে বেলা ১২ টায় উপজেলা পরিষদ মাঠে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে বিশাল জনসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম। নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, ডোমার উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ প্রমূখ। জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, জলঢাকা আ’লীগের সম্পাদক, আনছার আলী মিন্টু, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান,।

জনসভায় সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জান নূর তার বক্তৃতায় বলেন, শেখ হাসিনা সরকার বার-বার দরকার যেহেতু আগামী ১১ তম জাতীয় সংসদ নির্ববাচন সে জন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীসহ অংঙ্গ সংগঠন মিলে নৌকা মার্কার জন্য কাজ করতে হবে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে