ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় পালিত হয়েছে ৪৮ তম জাতীয় সমবায় দিবস-২০১৯।

শনিবার (২-নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় কর্তৃক আয়োজিত স্বপ্ন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে উপজেলা সমবায় কার্যালয় চত্ত্বরে প্রথমে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও সাতরঙ্গের সমবায়ী পতাকা উত্তোলন করে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন শেষে একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: নাজমুন নাহার মুনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আলমগীর জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায় নিরু, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা। অনুষ্ঠানে শফিকুল ইসলাম স্বপনের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার রাজিউর রহমান, ডিমলা উপজেলা অটো-চালক সমবায় সমিতির সভাপতি ইউসুব আলী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলার সমবায় অফিস কর্তৃক নিবন্ধনকৃত সমবায় সমিতি লিমিটেট এর সভাপতি-সম্পাদক বৃন্দ সহ উপজেলা সমবায় অফিসের সকল কর্মচারী বৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে