আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:  “আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩০ সেপ্টেম্বর) নীলফামারীর ডিমলায়  জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১১টায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে   জাতীয় কন্যা শিশু দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা শামিমা আক্তার, উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবা আক্তার বানু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ নিরু,মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, ডিমলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তেব্য বলেন, জাতীয় জীবনে সকল ক্ষেত্রে অগ্রগতির জন্য পুরুষের পাশাপাশি নারীকেও সমানতালে এগিয়ে আসতে হবে। বর্তমানে বাংলাদেশে সরকার ও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে নারীরা নিজ যোগ্যতায় সম্মানজনক পদে আসীন হয়েছেন। নারী ও শিশু নির্যাতন বন্ধে সকলকে সোচ্চার হতে হবে। একই সাথে সমাজ জীবনের প্রতিটি সেক্টরে নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারী-পুরুষ বৈষম্যের অবসান ঘটাতে হবে। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে