আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠন । উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার (৭-মার্চ) সকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী পুরো শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।পরে উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্ত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা,উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক সহিদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সারোয়ার আলম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বাবু শৈলেন চন্দ্র রায়,যুগ্ন আহবায়ক ফেরদৌস পারভেজ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ।এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে