আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় বুধবার (৩ নভেম্বর) দিনব্যাপী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় প্রযুক্তি ব্যবহার ও কৃষিচাষে দক্ষতাবৃদ্ধির লক্ষে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক তালিকা হতে দুই ব্যাচে ৬০ জন নারী-পুরুষকে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শহীদুল ইসলামের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: সেকেন্দার আলী৷

কৃষক প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষন প্রদান করেন নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী’র প্রশিক্ষণ কর্মকর্তা হুমায়রা মন্ডল। প্রশিক্ষনে দুই ব্যাচের মোট ৬০ জন নারী/পুরুষ কৃষক প্রশিক্ষনার্থী প্রশিক্ষনে উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে