আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় বন্য প্রাণী শিয়ালের আঘাতে গুরুতর আহত হয়েছে ছোট-বড় ১৪ জন নারী পুরুষ।

ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রামডাঙ্গা গ্রামে। জানা গেছে বৃহস্পতিবার সকালে ওই এলাকার মানুষজন সিংগাহাড়া নদীর পাশে থাকা তাদের কৃষি জমিতে মরিচ তুলতে গেলে মরিচ তোলার সময় হঠাৎ ডোরাকাটা রঙের শিয়াল বেড়িয়ে মানুষজনের উপর আক্রমন শুরু করে ও শরিরের বিভিন্ন অঙ্গে কামড় দিয়ে গুরুতর আহত করলে এলাকাবাসী আহতদের দ্রুত উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রামডাঙ্গা গ্রামের মৃতঃ শাখিমুদ্দিন এর ছেলে মোঃ খোকন ইসলাম বলেন বলেন, মরিচ ক্ষেত থেকে হঠাৎ শিয়ালের আক্রমণের শিকার হই আমরা ৷

ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মমিনুর রহমান বলেন, সকালে শিয়ালের আক্রমণের শিকার হয়ে ১৪ জন নারী-পুরুষ চিকিৎসা নিতে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে