জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় ৩৬বোতল ফেন্সিডিল সহ মা ও ছেলেকে আটক করছে থানা পুলিশ।

জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম (সেবা) সার্বিক দিক নিদেশনায় থানা অফিসার ইনচার্জ(ওসি) লাইছুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই ধারাবাহিগতায় গতকাল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই উৎপল চন্দ্র সহ সঙ্গীয় সক্রিয় চৌকস পুলিশ অফিসার ফোর্স ডাঙ্গার হাট হতে ঠাকুরগঞ্জগামী হোসেনের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সহ মা ও ছেলে সহ দুই জন কে আটক করে। আটককৃতরা হলেন উপজেলার ঠাকুরগঞ্জ পিয়াজীপাড়া এলাকার হাপিজার রহমানের স্ত্রী কাজলী আক্তার ও তার ছেলে কাজল ইসলাম।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮এর ৩৬(১)সারনির১৪(খ)/৪১ ধারায় রুজু করে একটি মামলা হয়।থানার মামলা নং -২৮/২৩ এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ ওসি লাইছুর রহমান বলেন দীর্ঘ দিন ধরে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে মা ও ছেলে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল বিক্রি করে আসছে।বিভিন্ন কৌশল অবলম্বন করে ৩৬বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত আছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে