রাব্বি সরকার, নরসিংদী থেকেঃ নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতন করতে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে গিয়ে ক্লাস নেন নরসিংদী পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, বিপিএম, পিপিএম মহোদয়।

প্রতিদিন অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে জানিয়ে পুলিশ সুপার মহোদয় বলেন, ‘আমরা সচেতন হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের ২৫’শ শিক্ষার্থীকে পুলিশ সুপার, নরসিংদী মহোদয় নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা এবং ট্রাফিক আইন বিষয়ে সচেতন করতে ক্লাস নেন।

শিক্ষাথীদের সচেতন করতে পর্যায়ক্রমে নরসিংদীর সব কলেজে ট্রাফিক আইন সম্পর্কে ক্লাস নিবেন বলেও জানান পুলিশ সুপার, নরসিংদী জনাব সাইফুল্লাহ আল মামুন, বিপিএম, পিপিএম মহোদয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে