13087590_154294271637777_851773609840790919_n

বিডি নীয়ালা নিউজ(২৪ই এপ্রিল১৬)- বিধান রায় (জলঢাকা,নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর টেংগনমারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব বই দিবস উপলক্ষে ‘আলোর দিশারী’ ও ‘রুপসী বাংলা’ নামে দু’টি দেওয়াল পত্রিকার সূচনা হয়েছে।

বিদ্যালয়টি জেলার  জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারীতে অবস্থিত।এটি ১৯৬২ সালে স্থাপিত হয় ।13096238_154294674971070_8439021150058811568_n (1)

এ উপলক্ষে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বড় র‍্যালী আয়োজন করা হয়।

এছাড়া দেওয়াল পত্রিকায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন গল্প,ধাঁধাঁ, হাতে আঁকা ছবি,সাধারণ জ্ঞান,কৌতুক ছাড়াও বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হয়।

13096238_154294674971070_8439021150058811568_n

পত্রিকাটির সূচনা হওয়ার ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল জ্ঞান কে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিবেদন পত্রিকায় প্রকাশ করতে পারবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে