ডেস্ক স্পোর্টসঃ নভেম্বরে শুরু হচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।  সেই লক্ষ্যে মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের ‘এ’ গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও  সাউথ আফ্রিকা।

বাংলাদেশ দল:
সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মণ্ডল, শারমিন আক্তার।

অপেক্ষমাণ: শারমিন সুলতানা, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন, সুলতানা খাতুন।

নিজেদের প্রথম ম্যাচে ৯ নভেম্বর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ।  ১২ নভেম্বর প্রতিপক্ষ ইংল্যান্ড, ১৪ নভেম্বর শ্রীলঙ্কা।  গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ১৮ নভেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে