সোহেল রানা, রাজশাহী জেলা প্রতিনিধি: আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস,বাঙালির শোকের দিন। জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধায় শিরোইল দোশর মন্ডলের মোড়ে অবস্থিত সংগঠনের বিভাগীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের দপ্তর সম্পাদক সুরুজ আলীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আসগর আলী সাগরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সভাপতি মো: নুরে ইসলাম মিলন।

বিশেষ অতিথি হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ এর সহ-সভাপতি মো: মাসুদ পার্ভেজ চৌধুরী, নিউ রাজশাহী প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সামাজিক সংগঠন সত্যের জয় এর সাধারণ সম্পাদক নাঈম হোসেন, রাজশাহী বিক্রয় প্রতিনিধি কর্মচারী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মো: নাজমুল ইসলাম। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় শহীদ তাজউদ্দিন আহমদসহ জাতীয় চার নেতার কর্মময় জীবন ও স্বাধীনতা সংগ্রামে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের উপর আলোকপাত করে প্রধান অতিথির বক্তব্যে মো: নুরে ইসলাম মিলন বলেন, আজ ৩ নভেম্বর বাঙালির শোকের দিন। জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে খুনিচক্র ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকে নির্মমভাবে হত্যা করে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা স্বাধীন বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান হেনাকে।

তিনি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধ ও মুক্তি সংগ্রামে জাতীয় চার নেতার অবিস্মরণীয় অবদান, সীমাহীন আত্মত্যাগ, বঙ্গবন্ধু’র নেতৃত্বের প্রতি অবিচল আস্থা এবং রাজনৈতিক সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। জাতীয় চার নেতার আদর্শে উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো এটাই আজকের দিনের অঙ্গীকার।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে, নিউ রাজশাহী প্রেসক্লাব এর সভাপতি শহিদুজ্জামান সোহেল, সিমান্ত টিভি অনলাইন এর বার্তা সম্পাদক মো: গোলাম সারোয়ার পলাশ, পল্লী বার্তা রাজশাহী জেলা প্রতিনিধি ও রাজশাহী মডেল প্রেসক্লাব এর সদস্য হুমায়ুন কবীর, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক গোলাম রসুল রনক, সাংস্কিৃতি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, সদস্য মো: আনোয়ার হোসেন,সোনিয়া খাতুন, দৈনিক উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার তাজনুভা তাজরিন অভি, ফটো সাংবাদিক রায়হান হোসেন, সিমান্ত টিভির স্টাফ রিপোর্টার সিরাজুল ইসলাম রনি, সুমন হোসেন দৈনিক সাদাকালো পত্রিকার স্টাফ রিপোর্টার নাহিদ ইসলাম, মুকিত ইসলাম শুভ,হানিফ দৈনিক তৃতীয় মাত্রা উপজেলা প্রতিনিধি আতিক হোসেন । দুর্নীতি রিপোর্ট ২৪ জুয়েল হোসেন বুলেট । আলোকিত ভোরের বাত্রা হালিম কাজী । দুর্গাপুর প্রতিনিধি খোরশেদ আলম পুটিয়া প্রতিনিধি আবু শাওন দৈনিক তৃতীয় মাত্রা বাঘা ।প্রতিনিধি সুইট দৈনিক আজকের আলোকিত সকাল মোঃ সোহেল রানা দৈনিক আজকের আলোকিত দৈনিক তৃতীয় মাত্রা সাপ্তাহিক দুর্নীতির রিপোর্ট । জাতীয় সাংবাদিক । সংস্থা জেলা সভাপতি দুর্নীতির রিপোর্ট ২৪ রবিউল ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধি আলোকিত ভোরের বাত্রা । মোঃ টফি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে