nasim

বিডি নীয়ালা নিউজ(২৫ই জুন ১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধি):   শুক্রবার সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজীত পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহাফিলে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী আলহাজ্ব মোহাম্মাদ নাসিম এম,পি বলেছেন, বর্তমান সরকার দেশের জনগনের কল্যানে যা যা করা প্রয়োজন তা করে যাচ্ছে। পবিত্র রমজান মাসে মানুষ যাতে সুষ্ঠ সুন্দর ভাবে আল্লাহর ইবাদত করতে পারে তার জন্য সকল ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, সিরাজগঞ্জ জেলার উন্নায়নের জন্য বিশেষ কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। জেলাকে পর্যটন জেলায় রুপান্তর করায় কাজ এগিয়ে চলেছে। ৫শ কোটি টাকা ব্যয়ে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কাজ এগিয়ে চলছে। বর্তমান এই কলেজ ভবন নির্মান সহ বিভিন্ন প্রকল্পে ১ কোটি টাকার ব্যয়ে কাজ শুরু হতে যাচ্ছে। এ ছাড়া চলমান উন্নায়ন কাজ আরও দ্রুতগতিতে করার জন্য নির্দেশদেওয়া হয়েছে। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা আ’লীগ সভাপতি ও সাবেক মন্ত্রী আঃ লতিফ বিশ্বাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল হাসান, রাজনৈতিক নেতৃবিন্দ সাংবাদিকসহ জেলার উর্ধতন কর্মকর্তাগণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে