কমরেড বিধান দাস, ঢাকা থেকেঃ জুলুম আর জালেমের বিরুদ্ধে মজলুম জনসাধারণর কন্ঠস্বর ছিলেন মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আজ ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা: এম. এ. সামাদ।

কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, “মওলানা ভাসানী চিরজীবন মজলুম, শোষিত শ্রেণীর পক্ষে আন্দোলন সংগ্রাম করেছেন। মজলুম জননেতা মওলানা ভাসানীই প্রথম পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলে বিদায় জানিয়েছিলেন। ৫২’র ভাষা আন্দোলনের নেতৃত্ব ‘সর্বদলীয় সংগ্রাম পরিষদ’র সভাপতি ছিলেন তিনি, তিনিই আবার ৬৯’র গনঅভ্যুথানের অবিসংবাদিত নেতাও। দীর্ঘ এক দশকের আইয়ুব খানের শাসনকে কাঁপিয়ে দেয়া ছাত্র-কৃষক-শ্রমিক রাজনীতির প্রতীক ছিলেন তিনি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ আজ দুবৃত্তায়িত রাজনীতি শিকারে পরিণত হয়েছে। সাধারণ মানুষেরা আজ নির্যাতিত-নিপীড়িত। আজকে মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকীতে আমাদের সকলকে তাঁর আদর্শে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায় করতে হবে।”

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র কেন্দ্রীয় কমিটির সদস্য বিজ্ঞানী বীরমুক্তিযোদ্ধা কমরেড শামসুল হক সরকার, দপ্তর সম্পাদক বিধান দাস, যুগ্ম সাধারণ সম্পাদক কমরেড মোখলেছুর রহমান, কেন্দ্রীয় সংগঠক কমরেড সবুজ মিস্ত্রী, ছাত্রনেতা কমরেড আদিত্য রহমান সুমন সহ পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

CBD/দপ্তর সম্পাদক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে