ডেস্ক রিপোর্টঃ টেস্ট-ওয়ানডে-টুয়েন্টি টুয়েন্টি মিলিয়ে জুটিতে ৪ হাজার রান করলেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। নেলসনে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০২ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তারা। ফলে এখন তামিম-ইমরুলের জুটির রান ৪,০৯৭। দু’জনে ইনিংস খেলেন ১০৮টি। মোট ছয়বার শতরানের জুটিও গড়েন তামিম ও ইমরুল।
তামিম-ইমরুলের চেয়ে জুটিতে বেশি রান করেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তিন ফরম্যাটে ১২৪ ইনিংস মিলিয়ে জুটিতে ৪,২৪১ রান করেছেন মুশি-সাকিব। এর মধ্যে ৭বার শতরানের জুটিও গড়েছেন মুশফিক ও সাকিব।
বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে জুটিতে সর্বোচ্চ রানের ক্ষেত্রে তৃতীয়স্থানে আছেন মাহমুুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ৭২ ইনিংসে ২২১১ রান রয়েছে মাহমুদুল্লাহ-মুশফিক জুটির।
তিন ফরম্যাটে জুটিতে সর্বমোট রান :
জুটি ইনিংস রান গড় ১০০ ৫০
মুশফিকুর রহিম-সাকিব আল হাসান ১২৪ ৪,২৪১ ৩৫.৩৪ ৭ ২৭
তামিম ইকবাল-ইমরুল কায়েস ১০৮ ৪,০৯৭ ৩৮.২৮ ৬ ১৯
মাহমুদুল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিম ৭২ ২,২১১ ৩২.০৪ ৪ ১৫
জুনায়েদ সিদ্দিকী-তামিম ইকবাল ৭০ ২,১৩৭ ৩০.৯৭ ৪ ৮
হাবিবুল বাশার-জাভেদ ওমর ৫১ ১,৭৩১ ৩৪.৬২ ৫ ৮

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে