ডেস্ক স্পোর্টসঃ জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়েছে বাংলাদেশ। চলমান ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে আগেই ফাইনাল নিশ্চিত করা টাইগাররা। তামিম ইকবাল দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন। এছাড়া সাকিব আল হাসান করেন ৫১ রান। জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার ৩২ রানে শিকার করেন ৪ উইকেট।

মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়ের জন্য ২১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৬.৩ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন সিকান্দার রাজা। সাকিব ৩৪ রানে শিকার করনে ৩ উইকেট।
সিরিজের অপর দল শ্রীলংকার বিপক্ষে ২৫ জানুয়ারি লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
ফাইনাল ২৭ জানুয়ারি।

 

 

 

 

B/S/S/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে