ডেস্ক রিপোর্ট : আগামী ৮ জুন বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে। ঈদের পর ৯ জুলাই রবিবার থেকে ক্লাস শুরু হবে।
বিভাগীয় সিদ্ধান্ত মোতাবেক পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান পরীক্ষা ঈদের পরে অনুষ্ঠিত হবে।গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়ার পূর্বে নিহত নাজমুল হাসান রানা ও মেহেদী হাসান আরাফাতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হবে।

এছাড়া নিহতদের দুই পরিবার থেকে একজন করে সদস্যকে যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চাকরি দেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়া সভায় উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলা সম্পর্কে আইন উপদেষ্টার পরামর্শ নেয়ার সিদ্ধান্তও গৃহীত হয়।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে