dui_montri

বিডি নীয়ালা নিউজ(৩ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ রাজধানীর দু’টি হাসপাতালে ডোনেশন হিসেবে জরিমানার টাকা জমা দিয়েছেন দুই মন্ত্রী।

আদালত অবমাননার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম দণ্ডপ্রাপ্ত হয় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গত ২৭ মার্চ আদালত অবমাননার দায়ে দুই মন্ত্রীকে এই দণ্ড দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালতের রায়ে তাদেরকে সাত দিনের মধ্যে এই অর্থ ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশে দিতে বলা হয়,অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে শনিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেন, ‘ওই অর্থ জমা দিয়ে দেওয়া হয়েছে।’

এদিকে খাদ্যমন্ত্রীর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, ‘আমরা বুধবার সংক্ষিপ্ত আদেশের কপি হাতে পাই। আদালতের নির্দেশ অনুসারে বৃহস্পতিবার ২৫ হাজার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ২৫ হাজার টাকা লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশে ডোনেশন হিসেবে জমা দিই। এখন পূর্ণাঙ্গ রায়ের অনুলিপির জন্য অপেক্ষা করছি। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর পর্যালোচনা করে রিভিউর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে