ডেস্ক রিপোর্ট- আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে সুযোগ না পেলেও প্রথম টি-টোয়েন্টিতে সৌম্য সরকার সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে। নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১২টায় ম্যাচটি শুরু হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। কোনোটিতেই জয় নেই টাইগারদের। তবে, ক্রিকেটের ছোটো এই ফরমেটে যেকোনো দলই জয়ের বন্দরে নোঙ্গর করতে পারে। তাই ওয়ানডের ভুল শুধরে এবার টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত লাল-সবুজরা।

২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরমেটে মাঠে নেমেছিল বাংলাদেশ। হ্যামিলটনে সেবার হেরেছিল ১০ উইকেটের ব্যবধানে। সবশেষ ২০১৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল এই দুই দল। তাতেও জয়ের দেখা পায়নি টাইগাররা।

এর মাঝে আরও দুটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ২০১২ সালে পাল্লেকেলেতে বাংলাদেশ হেরেছিল ৫৯ রানের ব্যবধানে। পরেরবার অবশ্য জয়ের কাছাকাছি গিয়েছিল বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত সে ম্যাচটিতে হেরেছিল মাত্র ১৫ রানের ব্যবধানে। সবশেষ কিউইদের বিপক্ষে কলকাতায় মাঠে নামে টাইগাররা। কলকাতায় বিশ্বমঞ্চে টাইগারদের সেই ম্যাচে কিউইরা হারিয়েছিল ৭৫ রানের ব্যবধানে।

প্রথম টি-টোয়েন্টির ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। একাদশে থাকতে পারেন সৌম্য সরকার এবং মোসাদ্দেক হোসেন সৈকত। পেসার তাসকিনের পরিবর্তে দলে ফিরতে পারেন রুবেল হোসেন। মুশফিকের ইনজুরিতে পুরো টি-টোয়েন্টি সিরিজে উইকেটের পেছনে থাকবেন নুরুল হাসান সোহান।

বাংলাদেশ টি-২০ স্কোয়াড (সম্ভাব্য): মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, শুভাগত হোম, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান।

নিউজিল্যান্ড টি-২০ স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, নিল ব্রুম, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, কলিন মুনরো, জেমস নিশাম, লুক রঞ্চি (উইকেটরক্ষক), মিচেল স্যান্টার, ইশ সোধি ও বেন হুইলার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে