মোঃ আমজাদ হোসেন: জয়পুরহাটে তেলের চাহিদা মেটাতে তেল উৎপাদিত ফসল চাষ বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠক করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাটের কর্মরত উপসহকারী কৃষি অফিসারগন।

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের হরিপুর ব্লকের মালয়পুর কৃষক গ্রুপে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রায় অর্ধশতাধিক কৃষক কৃষাণীর মাঝে সরিষার চাষ ও ফলন বৃদ্ধির কলাকৌশল ও সুষম সার ব্যবহার নিয়ে আলোচনা করেন অত্র ব্লকের উপসহকারী কৃষি অফিসার জনাব মোঃ ইনসান আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জনাব সুব্রত রায় ও উপসহকারী কৃষি অফিসার জনাব মোঃ ইমতিয়াজ সাকিব।

উপস্থিত কৃষকদের সাথে কথা বলে জানা যায় কৃষি বিভাগের পরামর্শে গত বছরের তুলনায় এবছর সরিষার চাষ বাড়ছে এবং ফলন ভালো হয় । কৃষক মোঃ রেজাউল করিম এবং আবু কালাম এর সাথে কথা বলে জানা যায় গত বছর যেসব জমি আমন ধান কাটার পর পতিত ছিল সেসব জমিতে এ বছর সরিষা চাষ করেছেন। উৎপাদন খরচ আলুর তুলনায় কম ও কৃষি প্রণোদনা বাস্তবায়নের মাধ্যমে কৃষকগন সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন।

এ বিষয়ে জয়পুরহাট সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ জনাব রাফসিয়া জাহান বলেন এ বছরের তেল উৎপাদিত ফসল সরিষা চাষের লক্ষ্যমাত্রার গত বছরের তুলনায় বেশি। গত বছরের সরিষার উৎপাদন ছিল ৪৭৬০ হেক্টর জমিতে এ বছরের লক্ষ্যমাত্রা ৬৮১০ হেক্টর এ পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ৪১৮০ হেক্টর এবং এ বছরেই আরও সরিষার চাষ বৃদ্ধি হবে বলেও তিনি জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে