মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি: জমকালো আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। গাজীপুরের মেঘবাড়িতে বসেছিল দেশের রুপালি জগতের তারাদের মেলা। শনিবার (২৯ ফ্রেব্রুয়ারি) সকাল থেকেই চলচ্চিত্রাঙ্গনের তারকাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে মেঘবাড়ি। সকাল ৮টায় বিএফডিসি থেকে গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা করে চলচ্চিত্র অভিনয়শিল্পী ও আমন্ত্রিত অতিথিরা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন-চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, নৃত্য পরিচালক, সাংবাদিক, টেকনিশিয়ানসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজন।

মেঘবাড়িতে আগে থেকেই অবস্থান করেছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান তারা। ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ-নবীনসহ প্রায় ছয়শত শিল্পী একত্রিত হয়েছেন সেখানে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন উপলক্ষে একত্রিত হয়েছেন এসব তারকারা। প্রিয় সহকর্মী, বন্ধুদের একসঙ্গে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই। শুরু হয় কুশল বিনিময়, খেলাধুলা, আড্ডা ও গান।প্রতিবারের মতো এবারও বনভোজনকে কেন্দ্র করে ছিল নানা আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বনভোজনে অংশ নেয়া প্রবীণ তারকাদের মধ্যে ছিলেন চিত্রনায়ক ফারুক, সোহেল রানা, ডিপজল, রুবেল, আলেকজান্ডার বো, উজ্বল, জাবেদ, রিনা খান, আমিন খান, অনন্ত জলিল, বর্ষা, শাহনূর, কেয়া, বাপ্পারাজ, আফজাল শরীফ, অপু বিশ্বাস, সম্রাট, জয় চৌধুরী, শিপন মিত্র, নাদিম, তানহা মৌমাছি, শাকিবা, সনি রহমান, অভি, সাইফ খান, শিরিন শিলা, আন্না, আইরিন সুলতানা, রাহা তানহা খান, আনিসুর রহমান মিলন, নতূন, বাপ্পি চৌধুরী, আঁচল, দীঘি, জলি, বিপাশা, ইমন, নীড়, পুষ্পিতা পপি, দিপালী, আসিফ, মারুফ আকিব, শৈলী মান্না, সুব্রত, রতন, অমৃতাসহ অনেকে। গান গেয়ে অনুষ্ঠান মাতান কন্ঠশিল্পী আসিফ আকবার, বাঁধন সরকার পূজা, বেলাল খান, রবি চৌধুরী, মম, আয়েশা মৌসুমীসহ আরও অনেকে।

এদিন সন্ধ্যায় মেঘবাড়িতে অনুষ্ঠিত হয় তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্য দিয়েই শেষ হয় চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনের আয়োজন। এই পিকনিকে অপু বিশ্বাস উপস্থিত থাকলেও দেখা যায়নি শাকিব খান ও বুবলীকে। আসেননি আরেক দম্পতি মৌসুমী ও ওমর সানী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে