ডেস্ক রিপোর্টঃ ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা ফৌজদারী অপরাধ উল্লেখ করে পুলিশ সদর দফতর আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে।

গতকাল শনিবার বিকেলে পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই আহ্বান জানানো হয়।
পুলিশ সদর দফতরের এই বার্তায় বলা হয়, “ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা ফৌজদারী অপরাধ। আইন নিজের হাতে তুলে নিবেন না।”
সম্প্রতি দেশের কয়েকটি স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনার প্রেক্ষিতে পুলিশ সদর দফতর এই বার্তা পাঠিয়েছে।
বাসস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে